জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল নাগরিকত্ব সনদ সেবা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে একজন সেবাগ্রহীতার হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা।
এই নতুন ব্যবস্থায় এখন থেকে তিলকপুর ইউনিয়নের বাসিন্দারা নাগরিকত্ব সনদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ অনলাইনে সনদ প্রদান করবেন, যা গ্রহীতারা ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন। ফলে ইউনিয়ন পরিষদে সরাসরি যেতে হবে না।
ইউএনও মনজুরুল আলম জানান, আক্কেলপুরের পাঁচটি ইউনিয়নের মধ্যে তিলকপুরেই প্রথম এ সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও ডিজিটাল সেবা চালু করা হবে, যাতে সব নাগরিক সহজে ও স্বচ্ছভাবে সেবা পেতে পারেন।