গাজায় চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডাচ রাজধানী অ্যামস্টারড্যামে হয়েছে ব্যাপক বিক্ষোভ। সোমবার (১৪ এপ্রিল) নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম ‘এনএল টাইমস’ জানিয়েছে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এই আন্দোলনে অংশ নেয় অ্যানস্টারড্যাম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
প্রতিবাদের অংশ হিসেবে বিক্ষোভকারীরা জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে প্রবেশ করে। তারা ভবনের ইমার্জেন্সি এক্সিট বন্ধ করে দেয় এবং কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়। এরপর ভবনের ভেতর থেকেই তারা ইসরায়েল বিরোধী ব্যানার হাতে নিয়ে অবস্থান কর্মসূচি চালায়।
বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় ও সরকারের ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা এ সম্পর্ককে ন্যায়বিচারের পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন।
ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর হাতাহাতির ঘটনা ঘটে এবং আটক করা হয় অনেক বিক্ষোভকারীকে।
এই বিক্ষোভ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান সচেতনতা এবং প্রতিবাদেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।