ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি কফি হাউজের সামনে সম্প্রতি লাঠিপেটার শিকার হন ১৪ বছরের কিশোরী লামিয়া আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা ভাইরাল হলে পুলিশের নজরে আসে এবং লামিয়ার খোঁজ শুরু হয়। অবশেষে পুলিশ তাকে খুঁজে পেয়ে নিশ্চিত করেছে।
রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ গতকাল (১৫ এপ্রিল) রাতে বলেন, “ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে এবং পুলিশ এ বিষয়ে কাজ করছে।”
কিশোরীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে কফি হাউজের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালত তাদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান রিমান্ড আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন কফি হাউজের ম্যানেজার আল-আমিন এবং কর্মচারী শুভ সূত্রধর।
এছাড়া, পুলিশ নারীর প্রতি সহিংসতার অভিযোগে ওই দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে।