ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। মানবিক বিপর্যয় বন্ধে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক ফোনালাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ম্যাখোঁ জানান, যুদ্ধ বন্ধ না হলে পণবন্দি মুক্তির পথও রুদ্ধ থাকবে।
ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ম্যাখোঁ লিখেছেন, “গাজার বেসামরিক মানুষের দুর্দশা বন্ধ হওয়া জরুরি। মানবিক সাহায্যের প্রবাহে কোনো বাধা থাকা উচিত নয়।” জাতিসংঘও জানিয়েছে, গাজায় কয়েক সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশ করেনি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
ম্যাখোঁ বলেন, ফ্রান্স হামাসকে নিরস্ত্র করে দ্বি-রাষ্ট্র সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তার মতে, যুদ্ধবিরতি হলেই পণবন্দিদের মুক্তি সম্ভব।
এদিকে, হামাস জানায়, ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে—বিনিময়ে সব পণবন্দি মুক্তি দিতে হবে। তবে অস্ত্র ত্যাগের শর্ত মানতে রাজি নয় তারা।
সম্প্রতি ম্যাখোঁ জানান, জুন মাসে জাতিসংঘের সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল, একে তারা “সন্ত্রাসকে পুরস্কৃত করা” বলে আখ্যা দেয়।
এছাড়া লেবাননে ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। ৯২ হাজার মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির মধ্যেও সেখানে মানবিক সংকট অব্যাহত রয়েছে।