ভোলায় আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্প কারখানাসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে জেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীরা ইন্টাকোর গ্যাসবাহী একটি গাড়ি আটকে দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ভোলায় বিপুল পরিমাণ গ্যাস মজুত থাকলেও এখনো ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি এবং গ্যাসভিত্তিক শিল্প কারখানাও গড়ে ওঠেনি। আগেও শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, কিন্তু সেগুলোর কোনো সুফল মেলেনি। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তারা।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। আন্দোলনকারীরা দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।