বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শী বা ভারতের প্রধানমন্ত্রী মোদি এসে আমাদের দেশের সমস্যা সমাধান করে যাবে না। যা করার, আমাদেরই করতে হবে।”
রোববার (১৯ এপ্রিল) রাজধানীতে ‘বাংলাদেশের ক্ষমতায়ন: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি, আরও হতে হবে। গণঅভ্যুত্থানের মতো করে আবার এক হতে হবে।”
দেশের সম্ভাবনা নিয়ে আশাবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই দেশের ভবিষ্যৎ ভালো হবে, ইনশাআল্লাহ খুব ভালো হবে।”
আন্তর্জাতিক বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বাড়তি শুল্ক আরোপ করেছে, সেগুলো দ্রুত সমাধান না হলে দেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।”
তিনি কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাঠ পর্যায়ের কৃষকদের গুরুত্ব দিতে হবে। তাহলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।”
ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, “ড. ইউনূস সাহেব চেষ্টা করছেন, তাকে ধন্যবাদ। আশা করি, তিনি সফল হবেন। আসুন, আমরা নিজেরাই নিজেদের সহায়তা করি।”