সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মাজহারুল ইসলাম খান (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়ার বুড়িরবাজার খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা।
গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম খান ঢাকার আশুলিয়ার বুড়িরবাজার এলাকার মৃত আমিনুল ইসলাম খানের ছেলে।
এসআই মদন চন্দ্র সাহা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মিজানুর রহমান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মাজহারুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।