টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদ্রাসার দোকান ভাড়া না দিয়ে তা দখলে রাখার অভিযোগ উঠেছে। তার সঙ্গে প্রভাবশালী আরও দুজন ব্যক্তি—বজলু মিয়া ও রাতুল মিয়া—জড়িত বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের দক্ষিণপাড়া ফোরকানিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মার্কেটে।
জানা যায়, ২০০৫ সালে দানকৃত জমিতে ভবন নির্মাণ করে দোকান ভাড়া দিতে শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। শুরুতে দোকানদাররা নিয়মিত ভাড়া পরিশোধ করলেও ২০১৭ সাল থেকে এসআই জাহাঙ্গীর আলম ও অন্য দুজন ভাড়া না দিয়েই দোকান দখলে রাখেন।
মাদ্রাসা কমিটির সভাপতি মো. জাকির হোসেন জানান, বারবার নোটিশ দেয়ার পরও তারা ৪ লাখ টাকার বেশি ভাড়া পরিশোধ করেননি। এমনকি কবরস্থানের জমিতে থাকা প্রায় ১০ লাখ টাকার গাছ বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে। এতে মাদ্রাসার শিক্ষক ও কর্মীদের বেতন পরিশোধে সমস্যা দেখা দিয়েছে।
কমিটির সহ-সভাপতি আলী হোসেন জানান, দখলদাররা জমির মালিক না হয়েও প্রভাব খাটিয়ে দোকান দখলে রেখেছেন। ভাড়া চাইলে মুক্তিযোদ্ধা পরিচয়ে হুমকি দেয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযুক্ত এসআই জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসার কমিটি বৈধ নয় বলে তারা ভাড়া বন্ধ রেখেছেন। তবে এলাকাবাসী অভিযোগ করেছেন, ভিন্ন মত পোষণ করলেই তাদের মামলার ভয় দেখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।