ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নারীসহ ১৬ দালালকে আটক করে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে র্যাব-১৪ এর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দণ্ডাদেশ কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
র্যাব-১৪ এর সিপিএসসি’র কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে এ হাসপাতালের আশপাশে দালাল চক্র সক্রিয়ভাবে রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আসছিল। এমনকি তারা রোগী সেজে লাইনে দাঁড়িয়ে সেবাপ্রাপ্তির পথেও বাধা সৃষ্টি করছিল।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।