নেত্রকোনার কেন্দুয়ায় মামাকে হত্যার অভিযোগে মাজাহারুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) নরসিংদীর পাঁচদোনা এলাকায় ড্রিম হলিডে পার্কের পাশে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে জেলা আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মাজাহারুল ইসলাম নেত্রকোনার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি মামা কাঞ্চন মিয়া (৬৫) হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর এবং প্রধান আসামি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে মাজাহারুল ও তার স্ত্রী প্রায় সময় তার মায়ের সঙ্গে বিবাদে জড়াতেন। এতে বিরক্ত হয়ে মাজাহারুলের মা বিষয়টি তার ভাই কাঞ্চন মিয়াকে জানান। ৪ ফেব্রুয়ারি বিচার করতে বোনের বাড়িতে আসেন কাঞ্চন।
সেদিন কথাকাটাকাটির একপর্যায়ে মাজাহারুল ও তার স্ত্রী কাঞ্চন মিয়াকে মারধর করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে মারা যান কাঞ্চন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।