আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মোট ১২ জন। পরে সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এসব তথ্য তুলে ধরেন পলক। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাকে যেন জেলগেটেই জিজ্ঞাসাবাদ করা হয়।
শুনানি শেষে আদালত ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট গ্রেপ্তার হন পলক। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় একাধিক দফা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সর্বশেষ ৬ ফেব্রুয়ারি তাকে ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।