বাবার মৃত্যু শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বরগুনার শিক্ষার্থী খাইরুল বেপারী। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা আমজেদ বেপারী (৬৩)। তবুও বাবার মরদেহ বাড়িতে রেখে খাইরুল পরীক্ষা দিতে যায়।
খাইরুল বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। আজ সকাল ১০টায় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দেয় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, খাইরুলকে মানসিকভাবে সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী জানান, খাইরুল যেন সব পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
আজ আসরের নামাজের পর আমজেদ বেপারীর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। খাইরুলের এই সাহসিকতা অনেককেই আবেগাপ্লুত করেছে।