পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শব্দ দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে আয়োজনকরা “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক” পরামর্শমূলক কর্মশালায় তিনি বলেন, উচ্চস্বরে চিৎকার, অতিরিক্ত হর্ন বাজানো বা মাইকের অবাধ ব্যবহার শুধু আইনের লঙ্ঘন নয়, মানসিক—আচরণগত অবক্ষয়ও বটে।
রিজওয়ানা বলেন, “বিনা জরুরি স্থিতিতে সাইরেন ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ হওয়ায় জনসাধারণকে সচেতন করতে দেরি করলে দূষণ থামবে না। গণসচেতনতা সৃষ্টিই এখন সময়ের দাবি।”
কর্মশালার আলোচকরা আরও বলেন, শব্দ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ জরুরি। আগে রাজনৈতিক প্রতিবন্ধকতায় আইন সঠিকভাবে কাজ করতো না, তবে এখন সংস্কার করার সময় এসেছে বলে তারা উল্লেখ করেন।