ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা বাজার কালীবাড়ীসংলগ্ন সড়কে এ হামলা হয়।
আহত শিক্ষার্থীরা হলেন আশিক মাতুব্বর (১৭) ও সাইম শেখ (১৮)। আশিক ভাঙ্গার মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এবং সাইম ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার পরীক্ষার্থী। দুজনই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু।
ভ্যানে করে কেন্দ্রে যাওয়ার সময় থানা রোডের পাশে একটি ট্রাকের কারণে ভ্যান থামলে একই গ্রামের ফাহিম মাতুব্বর (১৮) চায়নিজ কুড়াল দিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন আশিক। পূর্বে ব্যক্তিগত বিরোধের জেরেই এই হামলা বলে জানান তিনি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জরুরি চিকিৎসা শেষে তাদের অ্যাম্বুল্যান্সে করে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়, পরে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানসিভ জুবায়ের নাদিম জানান, দুই শিক্ষার্থীর শরীরের একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকসহ কেন্দ্রে পাঠানো হয়।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।