উচ্চ আদালতে মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি এক মাসের মধ্যে শেষ করে রায় ঘোষণা এবং রায় ঘোষণার সাত দিনের মধ্যে প্রধান আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ বলেন, ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দেন। এরপর হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি চলছে। তিনি দাবি করেন, এক মাসের মধ্যে শুনানি শেষ করে রায় ঘোষণা এবং সাত কার্যদিবসের মধ্যে রায় কার্যকর করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, মেজর সিনহা হত্যাকাণ্ড ছাড়াও ওসি প্রদীপের বিরুদ্ধে টেকনাফে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, নিরীহ মানুষ হত্যা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অতীতে চট্টগ্রামে কর্মরত অবস্থায় জমি দখলের অভিযোগেও তাকে বরখাস্ত করা হয়েছিল।
সাইফুল্লাহ খান আরও বলেন, “কিছু অসাধু ব্যক্তি বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। আমরা বিচার বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে আহ্বান জানাই, কোনো চাপ বা প্রলোভনে প্রভাবিত না হয়ে দ্রুত রায় কার্যকর করা হোক।”
সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাখাওয়াত, আহ্বায়ক লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী, মেজর রাজীবুল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা আরও দাবি করেন, সিনহা হত্যা মামলায় বিচারের দীর্ঘসূত্রিতা বরদাশত করা হবে না এবং কোনো রাজনৈতিক প্রভাব কিংবা বৈষম্য ছাড়াই দ্রুত বিচার শেষ করতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্টে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের বিচারও দ্রুত সম্পন্নের দাবি জানান তারা।