দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক এ আদেশ দেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আত্মসমর্পণ করে জামিন চান তুহিন, তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, তুহিন হৃদরোগসহ একাধিক জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসা ও ডিভিশন নিশ্চিত করার জন্য আবেদন করা হলে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
২০০৮ সালে ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় শাহরিন ইসলামকে ৮ বছরের কারাদণ্ড ও ৯২ লাখ টাকা জরিমানা করে আদালত।
জামিন আবেদনে শাহরিন জানান, তিনি ১৯৯৮-৯৯ থেকে ২০০৬-০৭ করবছর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং সেসব রিটার্নে নিজের সম্পদের তথ্য সঠিকভাবে উল্লেখ করেছেন। তবে তিনি বিচারিক আদালত থেকে ন্যায়বিচার পাননি বলেও উল্লেখ করেন।