বিচারকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মামলার শুনানিকালে এই অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন প্রসিকিউশন দলের আইনজীবীরা।
তারা জানান, শেখ হাসিনার একটি অডিও রেকর্ডিংয়ে বলা হয়েছে— “২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি”—এমন মন্তব্যের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে।
এই অডিও প্রমাণ আদালতে উপস্থাপন করা হয় এবং বিচার কার্যক্রমে হস্তক্ষেপ ও হুমকির বিষয়টি তুলে ধরা হয়।
এর আগে, প্রসিকিউশন টিম অডিও রেকর্ড পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানালে আদালত তা ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছিল।
এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগের ওপর পরবর্তী আদেশের জন্য সময় নির্ধারণ করবে বলে জানা গেছে।