জম্মু-কাশ্মিরে লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) মধ্যরাতে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখার কাছাকাছি আসলে সেগুলোর পিছু নেয় পাকিস্তান বিমানবাহিনীর ফাইটার জেট।
পাকিস্তানি সংবাদমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিমানগুলো আকাশসীমা লঙ্ঘন না করলেও এলওসির খুব কাছাকাছি টহল দিচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ভারতীয় জেটগুলোকে ওই অঞ্চল থেকে সরে যেতে বাধ্য করে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, পাকিস্তানের হাতে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত বড় ধরনের হামলা চালাতে পারে।
এ ঘটনার পেছনে কারণ হিসেবে অনেকে বলছেন কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলা। হামলার পর থেকেই দুই দেশের রাজনীতিকদের পাল্টাপাল্টি বক্তব্যে সীমান্তে উত্তেজনা বেড়েছে। কেউ কেউ সরাসরি যুদ্ধের উসকানিও দিচ্ছেন।
ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন নয়। দেশভাগের পর থেকে বারবার দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত ও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে।