গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে তার বাবা, পরে থানায় এসে আত্মসমর্পণ করেন। নিহত আনোয়ার হোসেন (২৫) স্থানীয় মোহাম্মদ আলীর ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, সাত–আট বছর আগে কাজের জন্য মালয়েশিয়ায় পাঠানো আনোয়ার দেশে ফিরে মাদকাসক্ত হয়ে ওঠে। পরিবারিক সঞ্চয় ৮ লাখ টাকা বিলিয়ে ফেলার পর টাকা চাওয়া নিয়ে বাবার সঙ্গে তার বিরোধ গুলিতে গিয়ে গিয়েছিল। মঙ্গলবার বিকেলে আনোয়ার গোয়ালঘরে ১১টি গরুকে লাঠি দিয়ে মারধর করলে বাধা দিতে গেলে বাবা আলীও আহত হন।
রাগে ক্ষুদ্ধ হয়ে রাতের ওই সময়ে ঘুমন্ত অবস্থায় আনোয়ারকে ছুরিকাঘাত করে হত্যার পর বাবা নিজেই থানায় গিয়ে ঘটনা স্বীকার করেন। তাকে হেফাজতে নিয়ে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত কার্যক্রম চলছে।