নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা মা। শনিবার (৩ মে) রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে।
নিহত শামসুন্নাহার (৭০) বৈলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম নুরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাবেদ একজন পরিচিত মাদকসেবী। তার বড় ভাই প্রবাসে থাকায় শামসুন্নাহার একমাত্র ছোট ছেলেকে নিয়েই বাড়িতে থাকতেন। মাদকের জন্য টাকা না পেয়ে প্রায়ই তিনি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। শনিবার রাতেও টাকা না দেওয়ায় মাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাতভর মায়ের মরদেহের পাশেই অবস্থান করেন জাবেদ। সকালে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ও একটি হাত ভাঙা ছিল বলে জানা গেছে।
শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান, “ঘরের ভেতরে নিজের মাকে হত্যা করেছে ছেলে—এমন প্রাথমিক তথ্য পেয়েছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্থানীয়রা এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।