নিজস্ব প্রতিবেদক : “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।
একই সাথে এই দিন বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ পালন করা হয়।
“সকলের হাত, সুরক্ষিত থাক” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, অতিরিক্ত পুলিশ সুপার মীর মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।
এছাড়াও সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিসহ অত্র অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টাঙ্গাইল বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ।