বাংলাদেশ থেকে আরও জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালি সরকার। তবে কেউ যেন অবৈধভাবে সে দেশে না যায়, সে বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, ইতালিতে বর্তমানে প্রায় ১ লাখ বাংলাদেশি বৈধভাবে কর্মরত আছেন এবং তারা সুনামের সঙ্গে কাজ করছেন। ভবিষ্যতে আরও জনবল নিতে ইতালি প্রস্তুত, তবে অবৈধ অভিবাসনের বিষয়ে দেশটি কঠোর অবস্থানে রয়েছে।
এছাড়া, ইতালি বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে মব জাস্টিসের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।