সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এ আবেদনটি জমা দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, হারুন অর রশীদ ও তার আত্মীয়দের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান চলছে। জাহাঙ্গীর হোসেনের দেশত্যাগের খবর পাওয়ার পর, তদন্তে সহায়তা ও সুষ্ঠু অনুসন্ধানের জন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়া, আদালত গত ২৪ এপ্রিল জাহাঙ্গীর হোসেনের একটি ফ্ল্যাট এবং ১৮ কাঠার তিনটি প্লট জব্দের আদেশও দিয়েছিলেন।