বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নামে থাকা তিনটি ফ্ল্যাট, একটি নির্মাণাধীন সাততলা ভবন ও সাত শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকারের আবেদনে উল্লেখ করা হয়, শেখ আব্দুল হান্নান তার দায়িত্বকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ দেশ-বিদেশে বিভিন্ন ব্যক্তির নামে সংরক্ষিত রয়েছে এবং তা গোপনে স্থানান্তরের চেষ্টা চলছে।
দুদকের মতে, যদি এসব সম্পদ এখনই জব্দ করা না হয়, ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এর আগে গত ৫ মে আদালত হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং সানজিদা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।