রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ ৪০ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।
বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানের মাধ্যমে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এরইমধ্যে ফেরত যাওয়া ব্যক্তিদের কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান জানান, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা এই ৪০ জনের মধ্যে সেনা ও বিজিপি সদস্য ছাড়াও কিছু সাধারণ নাগরিক রয়েছেন।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসেন জানান, বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের ইমিগ্রেশনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১টা ৩০ মিনিটে মিয়ানমারের বিশেষ ফ্লাইটটি অবতরণ করবে এবং ২টা ৪৫ মিনিটে কক্সবাজার ত্যাগ করবে।
এর আগেও বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ৭৫২ জন নাগরিককে তিন দফায় ফেরত পাঠানো হয়েছে। একইভাবে, মিয়ানমারে আটক থাকা ২১৪ জন বাংলাদেশি নাগরিকও সাজার মেয়াদ শেষে দেশে ফিরেছেন।
এই হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের মধ্যে চলমান যোগাযোগ ও সীমান্ত নিরাপত্তা সহযোগিতার একটি অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।