বিএনপি আগামী ১৫ মে থেকে শুরু করতে যাচ্ছে দুই মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রম। এই কর্মসূচি চলবে ১৫ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, এবারের সদস্য সংগ্রহ কার্যক্রমের লক্ষ্য প্রায় ১ কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা। রিজভী বলেন, “অনেক তরুণ ও মেধাবী মানুষ বিএনপির আদর্শে অনুপ্রাণিত, কিন্তু বিগত সরকারের দমন-পীড়নের কারণে তারা আগে এগিয়ে আসতে পারেনি।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে আওয়ামী লীগে যুক্ত থাকলেও যারা বর্তমান সরকারের ‘দুঃশাসন ও লুটপাট’ মেনে নিতে না পেরে দল ছেড়েছেন, তারাও বিএনপির সদস্য হতে পারবেন।
এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, “চিকিৎসকদের তথ্যমতে তিনি এখন ভালো আছেন।”