সারা দেশের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
বর্তমানে সিরাজগঞ্জসহ খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তৃত হতে পারে। আজ থেকে আগামী কয়েক দিনে দেশের অধিকাংশ স্থানে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
তবে রবিবার (১১ মে) থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১২ মে) এসব বিভাগের পাশাপাশি রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু অংশেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং দেশে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।