বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস)-এ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, “এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে। দুই দেশকে উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে হবে।”
তিনি আরও জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ সফরে আসছেন, যা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করবে।
চীনা রাষ্ট্রদূত বলেন, “স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এতে চীন হস্তক্ষেপ করে না।”
সেমিনারে প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “চীন শুধু ৫০ বছরের নয়, বরং হাজার বছরের পুরোনো সম্পর্কের বন্ধু। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক—সব ক্ষেত্রেই চীন বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
তিনি আরও বলেন, “তিস্তা পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাত, যুব উন্নয়ন এবং উচ্চগতির রেল যোগাযোগে চীনের সহায়তা গুরুত্বপূর্ণ হতে পারে।”
সেমিনারে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান এএফএম গাউসুল আজম সরকার এবং স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।