সরকার স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়—এই দেশ জনগণের। সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ষড়যন্ত্র করতে না পারে।”
শনিবার (১০ মে) রাজধানীর খামারবাড়িতে ‘বাংলাদেশ খ্রিস্টান ফোরাম’ আয়োজিত ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “গত ৫ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়ে গেছেন, সেভাবেই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদও দেশ ছেড়েছেন। অথচ অন্তর্বর্তী সরকার বলে তারা কিছুই জানে না। তাহলে তারা জানে কী?”
তিনি অভিযোগ করেন, সরকার একদিকে পলাতক দোসরদের পালাতে দিচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর ঐক্য নষ্টের চেষ্টা করছে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ধর্ম দিয়ে বিভাজন নয়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রত্যেক ধর্মই ভালোবাসা ও ঐক্যের শিক্ষা দেয়। বিভক্তি নয়, চাই গণতান্ত্রিক সমাজ যেখানে সবাই নিজের মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধের মতো আজও আমাদের একসঙ্গে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”