আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্র ও জনতার বিক্ষোভ কর্মসূচি। শনিবার (১০ মে) সকাল থেকে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন শাহবাগ মোড়ে।
স্লোগানে মুখর শাহবাগে বিক্ষোভকারীরা বলছেন, “ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”। আগের দিনের তুলনায় ভিড় কিছুটা কম হলেও কয়েকশ শিক্ষার্থী ও আন্দোলনকারী এখনও অবস্থান করছেন শাহবাগে। রাতেও অনেকেই সড়কে শুয়ে বিশ্রাম নিয়েছেন।
অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলো চলাচল করতে পারছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েত হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টা থেকে এ আন্দোলন শুরু হয়। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।