পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধুমাত্র কর্মসংস্থান নয়, পরিবেশের কথাও গুরুত্ব দিতে হবে। বন-পাহাড় ধ্বংস করে শিল্পকারখানা গড়ে তুললে তা প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে।
শনিবার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, “সুন্দরবনে কারখানা স্থাপন বিগত সরকারের এক আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। বনভূমি পর্যটকের চাপে বিপর্যস্ত, পাহাড় রক্ষায় নতুন পরিকল্পনা প্রয়োজন।”
রিজওয়ানা হাসান আরও জানান, “পাহাড় কাটা শ্রমিক নয়, মালিকদের গ্রেপ্তার করতে হবে। পরিবেশ মন্ত্রণালয়কে আলাদা ক্যাডারে এনে বিশেষজ্ঞ জনবল দিয়ে শক্তিশালী করা জরুরি।”
এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় সব মন্ত্রণালয় ও দফতরের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।