বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি মনে করেন, সমাজের মানসিকতা এবং আইনের শাসনের ভিত্তিতেই মানুষ ঠিক করবে কে গ্রহণযোগ্য আর কে নয়।
শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, “সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের বাইরে গেছেন অথচ কোনও সংস্থা জানে না—এটা বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারেন না। যারা ১/১১ ঘটিয়েছে, তারাই আবার অন্তর্বর্তী সরকারের নেপথ্য কারিগর হতে চায়।”
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, “তিনি মামলায় খালাস পেলেও তার ওপর চালানো নির্যাতনের চিহ্ন এখনও রয়ে গেছে। তার দেশে ফিরতে বাধা নেই, তবে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ও আইনি নিশ্চয়তা দেওয়া উচিত।”
এ সময় গয়েশ্বর চন্দ্র আরও বলেন, “গণতন্ত্র ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। তাই এখন সময় ঐক্যবদ্ধ আন্দোলনের।”