টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে ইশীকা আরাত (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন বটতলা মুরগির বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
নিহত ইশীকা টাঙ্গাইল পৌর শহরের বাগানবাড়ি এলাকার আমিনুল ইসলামের মেয়ে। তিনি বটতলা এলাকার মালেক ভূঁইয়ার বাসায় একা ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে ইশীকার প্রথম বিয়ে হয়েছিল হাজরাঘাট এলাকার রিয়াদ খানের সঙ্গে। তাদের একটি দুই বছরের ছেলে সন্তানও রয়েছে। তবে দাম্পত্য কলহের কারণে এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে বাগানবাড়ি এলাকার আরেক যুবকের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হলেও সেটিও দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন আগেই সে বিয়েও বিচ্ছেদে গড়ায়।
এলাকাবাসী জানিয়েছে, পরিবারের সঙ্গে ইশীকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, সে কারণেই তিনি একা ভাড়া বাসায় বসবাস করতেন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেমরাজুল ইসলাম রুবেল বলেন, “প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলেই মনে করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”