ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় অবস্থিত একটি নকল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ধ্বংস করেছে যৌথবাহিনী। একই সঙ্গে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি শনিবার (১০ মে) নিশ্চিত করেছেন বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
স্থানীয় সূত্রে জানা যায়, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদরাসা সড়কের একটি বাড়িতে ‘আব্দুল্লাহ ফুড’ নামে কারখানা চালাচ্ছিলেন জাহিদুল ইসলাম (৬০)। সরকারি অনুমোদন ও বিএসটিআই সনদ ছাড়াই তিনি এবং তার ছেলে আশিক চারজন নারী শ্রমিককে নিয়ে বিভিন্ন শিশু খাদ্য—যেমন: ড্রিংকো জুস, আইস ললি, তেতুলের চাটনি ইত্যাদি তৈরি করতেন। এসব পণ্যে ব্যবহৃত হতো স্যাকারিন, ঘনচিনি, কৃত্রিম ঘ্রাণ (সেন্ট) ও রঙিন পানি—যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য জব্দ করা হয় এবং পরে সেগুলো উপজেলা ভূমি অফিস চত্বরে নিয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় এই কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নকল ও ক্ষতিকর পণ্য উৎপাদনের অভিযোগে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, “শিশুদের স্বাস্থ্যের জন্য এমন পণ্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”