কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’। শনিবার (১০ মে) বিকেল ৪টা ১০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বিএনপির তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—সম্মিলিতভাবে এ আয়োজন করেছে। দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মাঠে জড়ো হন। সমাবেশ শুরু হওয়ার আগেই পলোগ্রাউন্ড কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নোয়াখালী থেকে আসা এক যুবদল কর্মী জানান, তারা দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে আগামী নির্বাচনের বিষয়ে দিকনির্দেশনা শুনতে এসেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
সমাবেশের আগে, শুক্রবার চট্টেশ্বরী রোডে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার।