২০০৯ সালের পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৪০ জন বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২। বিচারক ইব্রাহিম মিয়া গত ৮ মে এই আদেশ দেন, যা সোমবার (১২ মে) গণমাধ্যমে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট বোরহান উদ্দিন।
প্রসিকিউটর জানান, জামিনপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত। যাচাই-বাছাই শেষে আদালত এদের জামিন মঞ্জুর করে, তবে অন্যান্যদের আবেদন নামঞ্জুর করা হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই মামলায় আরও ১৭৮ জনকে জামিন দেওয়া হয়েছিল।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। হত্যাকাণ্ডের মামলায় পরবর্তীতে ফাঁসি, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা এবং খালাস দেওয়া হয়। বিস্ফোরক আইনের মামলার বিচার এখনও চলমান।
এই ঘটনাকে ঘিরে পুনঃতদন্তের দাবি জোরালো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর, এবং শহীদ পরিবারের পক্ষ থেকে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তোলা হয়েছে।