ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪০ জন বেসামরিক নাগরিক। বেসামরিক হতাহতদের মধ্যে রয়েছে সাতজন নারী ও ১৫ শিশু।
পাকিস্তানের সেনাবাহিনী আরও দাবি করেছে, হামলায় অন্তত ১২১ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যও।
হামলার পর এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ না করা হলেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, অন্তত একটি বিমানঘাঁটি এবং কয়েকটি সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।