টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন।
পুলিশ সুপার জানান, গত ৩ মে মধুপুর উপজেলার মহিষমারা এলাকায় ফ্যাক্টরিটিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে মধুপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে একটি পিকআপ, ট্রান্সমিটার, বিপুল পরিমাণ তামার তার, জেনারেটর তার, ১২ ভোল্টের ব্যাটারি এবং ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।