দিনাজপুরের ফুলবাড়ীতে ধানবোঝাই একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেওয়ায় মানিক রহমান (২৬) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক মঈনুল ইসলাম (৪৮)।
মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক রহমান চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামের বাসিন্দা। আহত ট্রাকচালক মঈনুল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ট্রাক্টরটি চাকার বিয়ারিং ভেঙে মহাসড়কে দাঁড়িয়েছিল। সে সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক্টরচালক মানিক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ট্রাকচালক মঈনুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। ফুলবাড়ী থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।