আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আবারও দর্শকদের সামনে আসছে এই সিরিজ, যা নিয়ে আগ্রহ ও উচ্ছ্বাস তুঙ্গে।
বুধবার (১৪ মে) প্রকাশিত হয়েছে নতুন সিজনের প্রথম পোস্টার ও ফার্স্ট লুক। এতে দেখা গেছে পরিচিত চরিত্র কাবিলা (পলাশ), হাবু ভাই (চাষী আলম), পাশা ভাই (মারজুক রাসেল) ও শিমুল-কে। তবে এবার লুকে বাড়তি চমক হিসেবে একজন ‘ভূত’-কে দেখা গেছে, যিনি কে বা কেন, তা এখন রহস্য।
নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, নতুন সিজনে বৈচিত্র্য আনতেই সময় নিয়েছেন। “একটা সিজন শেষ করেই যদি নতুনটা শুরু করি, তাহলে দর্শকরা নতুন কিছু পাবে না,” — বলেন তিনি।
এরই মধ্যে ‘বুব ফিল্মস’ ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যেখানে ব্যাচেলর পয়েন্টের সব আপডেট পাওয়া যাবে। শিগগিরই সিজন-৫ প্রচারে আসছে বলে জানানো হয়েছে।