শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের দায়ে তিন দিনের ব্যবধানে আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের নালিতাবাড়ী উপজেলার সমশ্চুরা ও বুরুংগা সীমান্ত এলাকা থেকে আলাদা অভিযানে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, গত রোববার (১১ মে) সকালে নাটোর জেলার সিংড়া উপজেলার পাঁচ ব্যক্তি অবৈধভাবে ভারতের দিক থেকে সমশ্চুরা সীমান্ত হয়ে দেশে প্রবেশ করে মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করেন। স্থানীয়দের সন্দেহ হলে বিজিবিকে খবর দেওয়া হয়। পরে হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন। আটকদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইলফোন এবং আধার কার্ড জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—জিয়ারুল রহমান (৪৮) ও তার ছেলে আফ্রিদি (২০), আব্দুল সরদার (২০), বস্তিয়ার আলম (২৩), এবং মুকুল সরদার (৩০)।
এছাড়া মঙ্গলবার (১৩ মে) রাতে বুরুংগা সীমান্ত দিয়ে আরও তিন বাংলাদেশি—আয়াতুল্লাহ (৪৫), দুলাল উদ্দিন (৩১), এবং শাহাবুল (২১)—দেশে প্রবেশ করেন। তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। বিজিবির টহল দল তাদেরও আটক করে মোবাইলফোন ও ভারতীয় মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সবাই ভারতে অবৈধভাবে গিয়েছিলেন এবং সেখানকার বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি ভারতীয় অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তারা সীমান্ত পথে দেশে ফিরে আসেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। রোববার আটককৃতদের সোমবার (১২ মে) এবং মঙ্গলবার আটককৃতদের বুধবার (১৪ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।