টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদের কুমুদিনী হাসপাতাল ঘাটে সেতু না থাকায় দুর্ভোগে পড়েছেন অন্তত ৩৫টি গ্রামের মানুষ। বর্ষায় নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোর মাধ্যমে পারাপার করতে হয় এলাকাবাসীকে। তবে সম্প্রতি নদীর স্রোতে সাঁকো ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। বাধ্য হয়ে স্থানীয়রা তিন কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন, ফলে সময় ও খরচ দুই-ই বাড়ছে।
এ অবস্থায় এলাকাবাসী বারবার পদচারী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সর্বশেষ গত শুক্রবার সাহাপাড়া বাজারে এক সমাবেশে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা সেতু নির্মাণের জোর দাবি জানান।
মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, এলজিইডি থেকে সেখানে সেতু নির্মাণ সম্ভব, তবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অনুমতি প্রয়োজন।
কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতে দুর্ঘটনার কারণে তারা যান চলাচলের সেতুতে অনাগ্রহী হলেও পদচারী সেতুর বিষয়ে ইতিবাচক। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।