ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা জমিসহ উত্তরা এলাকায় একটি ১০ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
এছাড়া হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাবও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আবেদনটি করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি এবং ২১টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে তাদের মালিকানাধীন তিনটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়।
উল্লেখ্য, ২০২3 সালের ১৭ ডিসেম্বর দুদক হারুন, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে। মামলাগুলো করা হয় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায়।











