রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে ‘পির চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। আইনজীবী জানান, আগের শুনানিতে মিল্টনের অনুপস্থিতির কারণ হিসেবে তার মায়ের মৃত্যু উল্লেখ করে সময় চাওয়া হয়েছিল, যা আদালত মঞ্জুর করেনি। এরপর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
গত বছর মিল্টন সমাদ্দারকে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে জাল সনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে একাধিক মামলা হয়। রিমান্ড শেষে তিনি জামিনে মুক্তি পান। তদন্ত শেষে হত্যা প্রচেষ্টা মামলায় তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।