মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জীববিজ্ঞান বিভগের সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন।
বুধবার (১৪ মে) সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়৷
সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দিন ৪৩ ভোট পেয়ে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল ইসলম পেয়েছেন ১৯ ভোট।
নব-নির্বাচিত সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, শিক্ষকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই৷ এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়৷ একটা পরিবার হয়ে সকলকে নিয়ে কাজ করা হবে। শিক্ষার্থীদের চাওয়াকেও প্রাধান্য দেওয়া হবে।
নির্বাচনে প্রধান নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম।