টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় অবস্থিত এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা গেল ভিন্ন এক চিত্র—হাতে পোস্টার, মুখে ক্ষোভ, আর গলায় একই স্লোগান—”অবিলম্বে অপসারণ চাই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানের!”
রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একযোগে মানববন্ধনে অংশ নেন। সরকারি পাঠ্যবই বিক্রি, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ— তারা নতুন বছরের শুরুতেই সরকারি পাঠ্যবই পায়নি। অথচ কোথাও বলা হয়নি বই নেই। অনেকে কিনে পড়ছে, কেউ আবার পুরোপুরি বই ছাড়া চলছে।
৭ম শ্রেণির ছাত্রী লামিয়া চোখে জল নিয়ে জানায়, “তিনটি বিষয়ের বই পাইনি। কতবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। স্যারদের কাছে গেলে চুপ থাকতে বলে। আমরা কী দোষ করেছি?” দশম শ্রেণির ছাত্র চঞ্চল বলে, “আজ স্কুলে এসে দেখি সব ক্লাসে তালা। কোনো নোটিশ নেই, অথচ গেট খোলা। এটা কি আমাদের সাথে উপহাস নয়?”
বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে স্কুলে। অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তাই এবার মাঠে নামতেই হলো। স্থানীয় পাঁচ গণ্যমান্য ব্যক্তি—সানোয়ার হোসেন (সামান), আমিনুর রহমান, মাহমুদুর রহমান সুমন, আতিকুর রহমান মেম্বার এবং বাবু সুনীল সাহা একত্রে বলেন, “এই বিদ্যালয় আমাদের প্রাণ। এখানকার দুর্নীতি আমাদের সহ্য হচ্ছে না। মজিবুর রহমানের অধীনে শিক্ষা নয়, অনাচার হচ্ছে। এখনই ব্যবস্থা নিতে হবে।”
অভিভাবক মো. মোতালেব মিয়া বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে কেউ দায়িত্বে থাকতে পারে না। বিদ্যালয়ের পরিবেশ ফেরাতে হলে সবার আগে প্রধান শিক্ষকের অপসারণ দরকার।”প্রতিবাদকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নানা উপায়ে অর্থ আত্মসাৎ করেছেন। নিয়োগেও লেনদেনের অভিযোগ উঠেছে। বই বিতরণেও দেখা যাচ্ছে অনিয়ম। এদিকে, মানববন্ধনের সময় দেখা যায়—স্কুলের গেট খোলা থাকলেও সব ক্লাস তালাবদ্ধ। নোটিশ বোর্ডে কোনো ঘোষণা নেই। অভিভাবকরা বলছেন, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কৌশল।
বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও প্রধান শিক্ষক মজিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, “যদি দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, আমরা বড় আন্দোলনে যাব। স্কুল বন্ধ থাকলেও আমরা থেমে থাকবো না।”