হায়দরাবাদ, ১৯ মে — ভারতের হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকায় একটি তিনতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে, যাদের বয়স দেড় থেকে সাত বছরের মধ্যে। আহত হয়েছেন আরও চারজন।
রবিবার সকালে সরু গলির একটি ভবনে আগুনের সূত্রপাত হয় নিচতলার একটি গহনার দোকান থেকে। কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টা ১৫ মিনিটে শর্ট সার্কিট থেকে কৃষ্ণা পার্লস নামের দোকানে আগুন লাগে, যা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
নিহতদের মধ্যে ভবনের মালিক ৭০ বছর বয়সী প্রহ্লাদ আগরওয়ালও রয়েছেন। তার পরিবার প্রথম ও দ্বিতীয় তলায় বসবাস করছিল। আগুন ছড়ানোর সময় তাদের আত্মীয়রাও সেখানে ছিলেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াই নাগি রেড্ডি জানান, তারা সকাল ৬টা ১৬ মিনিটে খবর পেয়ে ১১টি ইউনিট পাঠান। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৯টার দিকে।
ভবনটিতে একটি মাত্র সরু সিঁড়ি থাকায় বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়ে। ধোঁয়া ও তাপ দ্রুত সিঁড়ি ভরিয়ে দেয় এবং নিচে রাখা মোটরসাইকেল উদ্ধার তৎপরতাও ব্যাহত করে।
নিহতদের স্বজনরা উদ্ধার অভিযান ও অ্যাম্বুলেন্স সেবায় বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মন্ত্রী পন্নাম প্রভাকর। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন। তেলেঙ্গানা সরকারও ক্ষতিপূরণ ঘোষণা করেছে।