সুনামগঞ্জ, ১৯ মে — সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শামছু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ভোরে ভারতের মেঘালয়ের রাজাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি জানিয়েছে, ভোরে শামছু মিয়াসহ চার বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে কারফিউ জারি থাকায় বিএসএফ চোরাচালানকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শামছু মিয়ার বাঁহাতে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. মঈনুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, মেঘালয় সীমান্তে ভারত কারফিউ জারি করায় বিএসএফ বর্তমানে কড়া নজরদারিতে রয়েছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।