টাঙ্গাইলে কৃষক শামছুল হক হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও মেয়ে রোজিনা আক্তার (৩২)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে কৃষক শামছুল হক (৫৫) বাড়ির পাশে নিজের জমিতে কাজ করার সময় পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী জামিরন বেগম টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় রাজ্জাক, তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা এবং ছেলে রফিকুলকে আসামি করা হয়। মামলাটির বিচার চলাকালীন সময়ে রাজ্জাক মারা যান এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রফিকুলের বিচার শিশু আদালতে এখনও চলমান রয়েছে।