ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে মোট ২৯০ জন যাত্রী ছিলেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটির এক ইঞ্জিনে স্পার্ক দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বার্ড হিটের কারণে ঘটেছে। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফ্লাইটটি ফেরত আনেন এবং সকাল ৮টা ১৫ মিনিটে সফলভাবে জরুরি অবতরণ করান।
এ সময় প্রটোকল অনুযায়ী প্লেনটি আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি কমিয়ে আনে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন এবং তাদের প্লেন থেকে নামিয়ে আনা হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করেছে।